সুরাট, ৩ নভেম্বর (হি.স.): গুজরাটে চিতা বাঘের হামলায় মৃতু্য হল ৮ বছর বয়সী এক কিশোরীর| ৱুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট জেলার উমরপাড়া তেহেশিলের কাছে| বন বিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, ৱুধবার সন্ধ্যার সময় বাড়ির বাইরে বেড়িয়ে ছিল নিকিতা বাসভ নামে ওই কিশোরী| সেই সময়েই একটি চিতা বাঘের হামলার মুখে পড়ে সে| দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর কিশোরীর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে ক্ষযবিক্ষত দেহ উদ্ধার হয়|
সরকারের পক্ষ থেকে নিহত কিশোরীর পরিবারকে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে| উল্লেখ্য, দু’দিন আগেই এই এলাকায় অন্য একটি ঘটনায় চিতা বাঘের হামলায় মেহুল (১০) বাসভ নামের এক কিশোরর মৃতু্য হয়|
2016-11-04