নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ বিলোনিয়া মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে অগ্ণিকান্ড৷ তেমন কোন ক্ষয়ক্ষতির খবর নেই৷ ঐঘটনায় হাসপাতালে চাপা আতঙ্ক বিরাজ করছে৷ অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ পুলশি ও অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনার তদন্ত করছে৷
বিকাল তিনটা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগ ও শিশু বিভাগের মাঝখানের অংশে থাকা বিদ্যুতের মেইন সুইচে আগুন লেগে যায়৷ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পরে সমগ্র হাসপাতালে৷ দ্রুত খবর যায় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ আগুন বেশি দূর ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা হয়৷ রোগী সহ হাসপাতালের কর্মীদের অভিযোগ, ভিতের অগ্ণিনির্বাপকের উপযুক্ত ব্যবস্থা নেই৷ নেই বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো৷ আজকের ঐ অগ্ণিকান্ডের ঘটনা কোন বৃহৎ রুম না নিতে পারলেও ঘটে যেত পারত বড় দুর্ঘটনা৷ পরিণত হতে পারত জতুগৃহে৷ হাসপাতালের আভ্যন্তরীণ নিরাপত্তায় যে গলদ রয়েছে তা আগুন দিয়ে দেখান ঐ ঘটনা৷
2016-11-02