ঢাকা, ১ নভেম্বর(হি.স.)৷৷ বাংলাদেশে ব্রাহ্মাণবাড়িয়ায় হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার রেস কাটতে না কাটতেই ফের গোপালগঞ্জে মন্দিরে হালমা ও প্রতিমা ভাংচুর৷ মেয়েদের উক্ত্যক্তের প্রতিবাদ করায় বাংলাদেশের গোপালগঞ্জে একটি মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে৷ গোপালগঞ্জ জেলার এএসপি (সার্কেল) আমিনুল ইসলাম জানান, সোমবার গভির রাতে সদর জেলার রঘুনাথপুর কোটাবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরে ভাংচুরের এ ঘটনা ঘটে৷ গত শুক্রবার ব্রাহ্মাণবাড়িয়ায় মন্দির ও পাঁচ শতাধিক হিন্দু বাড়িতে হামলা হয়৷ এই ঘটনার রেস কাটতে না কাটতেই গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুরের ঘটনা ঘটল৷ এর ফলে বাংলাদেশের বিশেষ করে গ্রামাঞ্চল হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে৷ গোপালগঞ্জ রঘুনাথপুর কোটাবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস বলেন, কালীপূজা উপলক্ষে সোমবার রাতে রঘুনাথপুর দক্ষিণপাড়া মডেল প্রাইমারি সুকল মাঠে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠান শেষে ফেরার পথে কয়েকজন মুসলিম যুবক মেয়েদেরকে উক্ত্যক্ত করে৷ এ সময় মেয়েদের সঙ্গে থাকা স্থানীয়ারা হিন্দু সম্প্রদায় এর প্রতিবাদ করলে রঘুনাথপুর উত্তর পাড়ার সরু শেখের ছেলে সজীব শেখের নেতৃত্বে ওই যুবকরা মন্দিরে হামলা চালিয়ে সরস্বতী, কার্তিক, দুর্গা ও অসুরের প্রতিমা ভাংচুর করে৷ মন্দিরের পূজারী গীতা বিশ্বাস বলেন, রাত সাড়ে ১২ টার দিকে শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি ৮১০ জন যুবক লাঠিসোটা নিয়ে ছোটাছুটি করছে এবং হিন্দুদের দেশ ছাড়া করার কথা বলে গালাগাল করতে থাকে৷ এ সময় আত্মরক্ষার জন্য অনুষ্ঠান থেকে ফেরা মেয়েরা আমাদের বাড়িতে আশ্রয় নেয়৷ একপর্যায় লাঠিসোটাধারী যুবকরা মন্দিরে হামলা চালায় এবং প্রতিমা ভাংচুর করে৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি আমিনুল বলেন, দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ এদিকে এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এলাকার হিন্দুরা বিভোক্ষ মিছিল করে জেলা শহরে আসে৷ পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা৷
2016-11-02