থমথমে সীমান্ত লাগোয়া গ্রামগুলি, আতঙ্কে গ্রাম ছাড়ছেন অনেকেই

J&Kশ্রীনগর, ২ নভেম্বর (হি.স.): ভয় ও আতঙ্কে এখনও থমথমে নিয়ন্ত্রণরেখা ও সীমান্ত লাগোয়া গ্রামগুলি| মঙ্গলবার সকালে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড়ে ও নিয়ন্ত্রণরেখার পাশে রাজৌরিতে পাক সেনার হামলায় মৃতু্য হয়েছে আট জন নিরীহ গ্রামবাসীর| এঁদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা| পাল্টা জবাবে ভারতীয় সেনা অবশ্য পাকিস্তানি সেনাদের ১৪টি আউটপোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে|
মঙ্গলবারের লাগাতার হামলার পরে সীমান্ত লাগোয়া গ্রামগুলির পরিবেশ এখনও থমথমে| আতঙ্কে গ্রাম ছাড়ছেন অনেক বাসিন্দাই| উল্লেখ্য, একটি দিনে পাক সেনার হামলায় এতজন সাধারণ নাগরিকের মৃতু্যর ঘটনা দু’দশকে ঘটেনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *