নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে উঠেছে৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব আজ বাড়ি বাড়ি প্রচারে সামিল হন৷ তিনি বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য গণদেবতাদের প্রতি আহ্বান জানান৷
বড়জলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ ভোট প্রচারে গিয়ে গণদেবতাদের হাতে ইস্তেহার তুলে দেন বিপ্লব বাবু৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তন ও বিকাশের ধারা এই রাজ্যেও বইছে৷ কেন্দ্রের বিজেপি সরকারের কাজকর্মের নিরিখেই এই রাজ্যেও মানুষজন বিজেপির পতাকাতলে সামিল হচ্ছেন৷ ১৯ নভেম্বরের উপনির্বাচনে এরই প্রতিফলন ঘটবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, এই রাজ্যে এখনো পর্যন্ত দুটি দলই রাজ্য শাসন করে আসছে৷ এরাজ্যে বিরোধী দল কংগ্রেস ভেঙ্গে তৃণমূলের উত্থান হয়েছে৷ তারা কোনভাবেই রাজ্য ও রাজ্যবাসীর স্বপ্ণ ও প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে তিনি উল্লেখ করেন৷ সিপিআইএমের একমাত্র বিকল্প বিজেপিকে শক্তিশালী করার জন্য তিনি গণদেবতাদের প্রতি আহ্বান জানান৷ অন্যান্য বিরোধী দলগুলিকে জনাবিচ্ছিন্ন দল বলে তিনি আখ্যায়িত করেন৷ তারা ব্যক্তিগত স্বার্থে পার্টি করে বঢ়েও তিনি মন্তব্য করেন৷ বড়জলা বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্যান্য নেতারাও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছেন৷
2016-11-02