উপনির্বাচন ঃ পশ্চিম জেলায় আগ্ণেয়াস্ত্র জমা দেবার নির্দেশ

Features of Indian Electionনিজস্ব প্রতিনিধি, বড়জলা, ১ নভেম্বর৷৷ আসন্ন ৪-বড়জলা (এস সি) বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের উপনির্বাচন উপলক্ষে প্রাকনির্বাচনী নির্বাচনের দিনে এবং নির্বাচনোত্তর হিংসাত্বক ঘটনা এড়াতে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক এক আদেশে জেলার সমস্ত লাইসেন্স প্রাপ্ত আগ্ণেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেবার নির্দেশ জারি করেছেন৷ এই আদেশে বলা হয়েছে জেলার সমস্ত ধরণের লাইসেন্স প্রাপ্ত আগ্ণেয়াস্ত্র এবং গোলাবারুদ আগামী ৭ নভেম্বর, ২০১৬,-র মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে৷ এই আদেশ ব্যাঙ্কগুলিতে নিযুক্ত আগ্ণেয়াস্ত্র সহ নিরাপত্তা কর্মীদের ক্ষেত্রে প্রযোগ্য হবে না৷ কোন ব্যক্তি এই  আদেশ অমান্য করলে তাকে অস্ত্র আইন ১৯৫৯ অনুসারে দোষী সাব্যস্ত করা হবে৷