মুম্বই, ১ নভেম্বর (হি.স.): বাণিজ্যনগরীতে ঘটে গেল নক্ক্যারজনক ঘটনা| বাড়ি খুঁজতে গিয়ে গণধর্ষিতা হলেন এক মহিলা| এই ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| পুলিশ জানিয়েছে, সোমবার স্বামীর সঙ্গে মুম্বইয়ের আম্বোলিতে ফ্ল্যাট দেখতে গিয়েছিলেন ওই মহিলা| ফ্ল্যাট দেখাচ্ছিল মোট ৭ জন| নানা অছিলায় স্বামীকে ফ্ল্যাটের বাইরে নিয়ে যায় ৩ জন| অভিযোগ, তখনই ওই মহিলাকে বাকি ৪ জন মিলে গণধর্ষণ করে| মহিলার অভিযোগের ভিত্তিতে ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ| নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়| নির্দিষ্ট কিছু পরীক্ষার পর তঁাকে ছেড়ে দেওয়া হয়|
2016-11-01