রিয়াদ, ২৮ অক্টোবর (হি.স.) : সৌদি আরবে ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা | সৌদি সরকারের দাবি পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা| সৌদি প্রতিরক্ষা বিভাগ বলছে, ওই মিসাইল ধাওয়া (ইন্টারসেপ্ট) করে মক্কার ৬৫ কিলোমিটার অদূরে ধ্বংস করে দেওয়া হয়েছে| সৌদি প্রশাসন মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা বললেও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম বলেছে, বিদ্রোহীরা জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে|
রিয়াদ সমর্থিত সরকার উখাতে হুথি বিদ্রোহীরা অস্ত্র তুলে নেওয়ায় তাদের দমনে অভিযানে নামে সৌদি সামরিক বাহিনী| ইরানের সমর্থনপুষ্ট শিয়াদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে রিয়াদ| গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটির বিদ্রোহীদের বিরুদ্ধে শুক্রবার এ গুরুতর অভিযোগ তুলে সৌদি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সাদা প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকা থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয়| এটিকে ধাওয়া করে ধ্বংস করে দেওয়ার কারণে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি|
মিসাইল নিক্ষেপের এই ঘটনাকে শিয়া সম্প্রদায়পন্থি হুথি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা| এটা যে হুথি দমনে অভিযানরত সৌদির জন্য কড়া বার্তা সে কথাও বলছেন তারা|
2016-10-28

