ওয়াশিংটন, ২৮ অক্টোবর (হি.স.) : যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার একটি বিতর্কিত তেলের পাইপলাইন নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা| এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উত্তেজনা সৃষ্টি হওয়ায় ১১৭ নেটিভ আমেরিকানকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ| শুক্রবার এই জানিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত পাইপলাইন স্থাপনের পথে স্থানীয়দের উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের গ্রেফতার করা হয়েছে|
বিক্ষোভকারীদের দাবি, মার্কিন সরকারের ১৮৫১ সালে চুক্তির অধীনে ওসব এলাকার ভূমির মালিকানা তাদের| যা তারা এখন কোনোভাবেই হাতছাড়া করতে চান না|
2016-10-28
