গ্রেটার নয়ডা, ২৮ অক্টোবর (হি.স.) : নাশকতাকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান| একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| পাকিস্তানকে ইঙ্গিত করে তিনি বলেন, সাহসীরা নয়, কাপুরুষরাই নাশকতাকে হাতিয়ার করে থাকে| যারা পিছন থেকে লড়াই করে, তারা সন্ত্রাসের মদত নেয়| শুক্রবার ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (আইটিবিপি)-র ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর শিবিরে একথা বলেন রাজনাথ সিং | সেখানে তিনি দাবি করেন, আইটিবিপি-র সজাগ নজরদারির জন্য ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে| ভারত ও পাকিস্তানের মধ্যে যে অশান্তি চলছে, সেই নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, প্রতিবেশী রাষ্ট্র সবসময় ভারতের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে| অস্থিরতা তৈরি করে প্রতিনিয়ত ভারতকে ভাঙার প্রয়াস করছে| বিশ্বের অন্যতম অর্থনৈতিকভাবে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ভারতের প্রগতি রোধ করতেই এই দুরভিসন্ধি চালাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী|
2016-10-28
