BRAKING NEWS

সদস্য দেশগুলির মধ্যে পি২পি সম্বন্ধের বার্তা দিয়ে শেষ হল অষ্টম ব্রিকস সামিট

 পানাজি, ১৬ অক্টোবর (হি.স.) : ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে পু্যপিল টু পু্যপিল (পি২পি) সম্বন্ধের বার্তা দিয়ে শেষ হল অষ্টম ব্রিকস সামিট| গোয়ায় অনুষ্ঠিত দুই দিনের ব্রিকস সামিটের অন্তিম দিন রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসদস্য দেশগুলির জনতার মধ্যে সম্পর্ক তৈরি করার কথা বলেন| তিনি বলেন, সদস্য দেশগুলির জনতা নিজেদের মধ্যে সম্পর্কে তৈরি করলে সন্ত্রাসবাদের মতো সমস্যগুলি কাটিয়ে ব্রিকস দেশগুলির সম্বন্ধ মজৱুত হবে|

 পিউপিল টু পিউপিল সম্পর্কের মাধ্যমেই ব্রিকস দেশগুলির মধ্যে সম্পর্ক মজৱুত হবে| এর জন্য ভারত এই বিষয়টিকেই আগের রাখার সিদ্ধান্ত নিয়েছে| ভারতের লাগাতার প্রচেষ্টা ব্রিকস ফিল্ম ফেস্টিভল, ব্রিকট বাণিজ্য মেলা, ব্রিকস পর‌্যটন সম্মেলন, ব্রিকস ফুটবল টুর্নমেন্ট সহ ১০০ বেশি বিষয় নিয়ে জনতার মধ্যে সম্পর্ক তৈরি হোক বলে মতামত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী|

এদিন ব্রিকস সামিটের শেষে হিন্দুস্থান সমাচারের প্রশ্নের উত্তরে বিদেশ দফতরের মুখোপাত্র বিকাশ স্বরূপ মেনে নেন| ব্রিকস এই প্রথম পি২পি এত বেশি গুরুত্ব পেল| তিনি বলেন অন্তত ১১৬ থেকে ১১৮টি বিষয় রয়েছে যার মাদ্যমে ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে পি২পি সম্পর্ক তৈরি হতে পারে| যার মধ্যে রয়েছে গোয়া কর্মপরিকল্পনাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *