নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৫১ সদ্যক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে৷ রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই সংবাদ জানান৷
গত ১৪ অক্টোবর সর্ব ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন৷ ১৫১ সদস্যক পূর্ণাঙ্গ কমিটিেিত রয়েছেন একজন সভাপতি ও একজন কার্যকরী সভাপতি৷ সভাপতি হয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং কার্যকরী সভাপতি করা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে৷ ১৩ জন সহ সভাপতি, ১৯ জন সাধারণ সম্পাদক, ৩৫ জন সম্পাদক, ৬৬ জন সদস্য এবং ১৬ জন বিশেষ আমন্ত্রিত সদস্য৷ এআইসিসি কর্তৃক অনুমোদিত প্রদেশ কংগ্রেস কমিটিতে ৬০ শতাংশই রয়েছেন যুবক৷ এছাড়া বুদ্ধিজীবী, এসসি, এসটি, সংখ্যালঘু, ওবিসি, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের প্রতিনিধি স্থান পেয়েছেন প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটিতে৷ পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলনে জানান, প্রদেশ কংগ্রেস শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির বৈঠক করে জনসংযোগ শুরু করবে৷ প্রত্যেক অফিস বিয়ারারকে ব্লক ও জেলার দায়িত্ব দেওয়া হবে৷ তিনি আরও বলেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্র ও বুথ ল্যাবেল কমিটির বৈঠক করে বামফ্রন্টের স্বজন পোষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে৷ চিটফান্ডের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে৷ বেকার সমস্যা সমাধান ও কর্মচারী বঞ্চনার বিরুদ্ধেও আন্দোলন সংগঠিত করা হবে৷
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে তিনি জানান৷ শাসক দল সিপিএম এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, আইনজীবী পিযুষ বিশ্বাস প্রমুখ৷ এদিকে, পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে৷
2016-10-17

