গুলিবিদ্ধ টিএসআর জওয়ানের মৃত্যু চিকিৎসাধীন অবস্থায়

Police encounterনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ এসপিও’র সার্ভিস রাইফেলের গুলিতে গুরুতর জখম টিএসআরের নায়েক সুবেদার তপন সেনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, গত ৬ অক্টোবর তপন সেনকে সালেমার কলমছড়া ক্যাম্পে গুলি করেছিল এসপিও রাজকুমার দাস৷ সঙ্গে সঙ্গেই তপন সেনকে জি বি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷ শেষ রক্ষা হয়নি৷ মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *