গোটা ঘটনাক্রম জানা অত্যন্ত জরুরি, নারদা কাণ্ডে মন্তব্য হাইকোর্টের

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): নারদা স্টিং অপারেশন কাণ্ডে নতুন নির্দেশ কলকাতা হাইকোর্টের| শুক্রবার কলকাতা Kolkata High Courtহাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর বেঞ্চ নির্দেশ দিয়েছে, নারদা স্টিং অপরাশেনের সূত্রপাত কী ভাবে হল, ঘটনাক্রম কীভাবে এগোল, সবটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে জানাতে হবে|
উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, শুধুমাত্র টাকা নেওয়ার দৃশ্যের ভিত্তিতে তদন্ত মোটেই হতে পারে না| গোটা ঘটনাক্রম জানা অত্যন্ত জরুরি| একই সঙ্গে উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলকে আগামী ২ নভেম্বরের মধ্যে পুরো হলফনামা দিয়ে পুরোটাই জানাতে হবে| হাইকোর্ট আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশ পর্যন্ত ম্যাথু স্যামুলেকে গ্রেফতার করা যাবে না|