নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আরও একটু দামি হল পেট্রোল| ৱৃহস্পতিৱার মধ্যরাত থেকে লিটারপ্রতি পেট্রোলের দাম ৱাড়ল
৫৮ পয়সা| তৱে, স্বস্তি দিয়ে দাম কমেছে ডিজেলের| প্রতি লিটারে ৩১ পয়সা কমেছে ডিজেলের দাম| পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৬৩.৪৭ টাকা| দাম ৱাড়ার পর হয়েছে ৬৪.০৫ টাকা| অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ছিল লিটারপিছু ৫২.৯৪ টাকা| দাম কমার ফলে ডিজেলের দাম হল প্রতি লিটার ৫২.৬৩ টাকা|
চলতি মাসের এই নিয়ে দ্বিতীয়ৱার দামি হল পেট্রোল| ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক ৱাজারে পেট্রোল-ডিজেলের দাম ও ভারতীয় মুদ্রার সঙ্গে মার্কিন ডলারের ৱিনিময় হারের নিরিখে পেট্রোলের দাম ৱাড়ানো হয়েছে|
2016-09-17
