BRAKING NEWS

আদালতের অনুমতি পেয়ে সিবিআই দফতরে মদন মিত্র

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.) : আদালতের অনুমতি পেয়ে শুক্রবার সল্টলেকের সিবিআই দফতরে গেলেন মদন মিত্র| কিন্তু madan mitraসিজিও কমপ্লেক্সে তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁর দেখা না হওয়ায় ঘণ্টাখানেক বসে থেকে ফের হোটেলেই ফিরলেন মদন মিত্র | সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মদন মিত্র বলেন, সিবিআইয়ের নির্দেশ মেনে চলব | জমিনের শর্ত অনুযায়ী সিবিআইয়ের দফতরে এসেছিলাম| এখানে কেউ নেই| আমাদের আসার খবর সিবিআইকে জনিয়েছি|
ভবানীপুর এলাকার বাইরে যেতে পারবেন কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল| মদন মিত্রের জামিনের শর্ত ছিল তিনি ভবানীপুর এলাকার বাইরে যেতে পারবেন না| অন্যদিকে, জামিনের অন্য একটি শর্ত ছিল তাঁকে সপ্তাহে একদিন অন্তত সিবিআই দফতরে হাজিরা দিতে হবে| অর্থাত্ সিবিআই দফতরে গেলে জামিনের শর্ত ভাঙা হবে| এনিয়েই আদালতের দ্বারস্থ হন মদন মিত্র| শুক্রবার দুপুর দুটোর পর আলিপুর আদালত মদন মিত্রকে সিবিআই দফতরে যাওয়ার অনুমতি দেয়| ওই অনুমতি পেয়েই মদন ছোটেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে| কিন্তু সেখানে গেলেও তদন্তকারী অফিসারের সঙ্গে তাঁর দেখা হয়নি| একঘণ্টা বসে থেকে প্রয়োজনীয় কাগজপত্রে সইসাবুদ করে তিনি ফিরে এলেন সেই হোটেলেই | কারণ তাঁকে কালীঘাট এলাকায় তাঁর নিজের বাড়িতে ফেরার অনুমতি দেয়নি আদালত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *