BRAKING NEWS

আয়কর প্রদানে রাজ্যের করদাতাদের আগ্রহ আশানুরূপ নয়, জানালেন রানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ আয়কর প্রদানে রাজ্যের করদাতাদের আগ্রহ আশানুরূপ নয় বলে জানালেন photoশিলংস্থিত প্রিন্সিপাল কমিশনার অব ইনকাম টেক্স এল সি জোশী রানে৷ এদিন আগরতলা আয়কর কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনের পর এক সাংবাদিক সম্মেলনে শ্রী রানে এই মনোভাব ব্যক্ত করেন৷
শুক্রবার আগরতলার মন্ত্রীবাড়ি রোডে আয়কর কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন হয়৷ আয়কর কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ইনকাম টেক্স দপ্তরের অবসরপ্রাপ্ত মুখ্য কমিশনার পি কে দেববর্মা৷ এদিন মঙ্গলদ্বীপ জ্বালিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন শ্রী দেববর্মা৷ এই উদ্বোধনী অনুষ্ঠানে শিলংস্থিত ইনকাম টেক্সের প্রিন্সিপাল কমিশনার এল সি জোশী রানে, আয়কর দপ্তরের স্থানীয় আধিকারিক শ্যামল দত্ত প্রমুখ৷
নবনির্মিত আয়কর ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রিন্সিপাল কমিশনার অব ইনকাম টেক্স শিলং এল সি জোশী রানে জানান, কর দাতাদের কর প্রদানে উৎসাহিত করার জন্য বিজ্ঞাপন প্রচার, গ্রামে গঞ্জে আলোচনা সভা ইত্যাদি প্রচার করা হয়ে৷ কিন্তু আয়কর প্রদানে রাজ্যের করদাতাদের আশানুরূপ আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না৷ আগামী ২০শে সেপ্ঢেম্বরের মধ্যে কর প্রদানের জন্য রাজ্যের করদাতাদের আহ্বান জানান শ্রী ইরানি৷ উল্লেখ্য, আগরতলার মন্ত্রীবাড়ি নবনির্মিত আয়কর ভবন নির্মাণে মোট ১১ কোটি টাকা লেগেছে৷ ভবন নির্মাণে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর৷ তবে এই আয়কর দপ্তরে কর্মী সংখ্যার অভাব রয়েছে৷ প্রায় ৭৫ ভাগ কর্মী স্বল্পতা রয়েছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে আয়কর দপ্তরের স্থানীয় আধিকারিক শ্যামল দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *