মদ্যপান করে হৈ চৈ শ্রমিককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ই সেপ্ঢেম্বর৷৷ এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ির মাস্টার টীলা এলাকায় মদ্যপান করে হট্টগোল Murderকরার অজুহাতে এক দিনমজুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ নিহতের নাম মরন সরকার৷
দুর্গাবাড়ির মাস্টার টিলার এক দিন মজুরকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে কতিপয় যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করেছে৷ নিহত দিন মজুরের নাম মরণ সরকার৷ বাড়ি দুর্গাবাড়ির মাস্টার টিলায়৷ জানা গেছে, কাজের শেষে মদ্যপান করে বাড়িতে ফিরছিল মরণ সরকার৷ মদ্যপান করে অবোল তাবোল বকাবকি করে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল৷ শনিবার ও মদ্যপান করে গালাগাল করছিল ওই দিন মজুর৷ তখনই ৮-১০ জন যুবক তাকে ঘিরে ধরে বেধরক মারধর শুরু করে৷ ইট পাটকেল দিয়ে মাথা থেতলে দিয়ে মরিচের গুঁড়ো ঢেলে দেয় বলেও খবর মিলেছে৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ছুটে আসে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবিতে মহল থেকে জোর জল্পনা শুরু হয়েছে৷ একাংশের মতে এটি পরিকল্পিত নাশকতা৷ দপ্তরের ঘোটালা ঢাকার জন্য আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র৷ অন্যদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা সর্টসার্কিট থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত৷ তবে, এই অগ্ণিকান্ডের খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে৷ পরবর্তী সময়ে দপ্তরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ এই অগ্ণিকান্ডের ঘটনায় রাজধানীবাসীর মনে রহস্যের সৃষ্টি হয়েছে৷