ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে suicideপড়েছে রাজধানীর বনকুমাারী আদর্শ কলোনী এলাকায়৷ মৃত ব্যক্তির নাম ধীরেন্দ্র দেবনাথ৷ বয়স ৫৫ বছর৷ পরিবারের দাবী আত্মহত্যা করেছেন তিনি৷ রবিবার সাত সকালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এদিন বাড়ির পাশেই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাঠে একটি গাছে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই রোগের যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন তিনি৷ তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ গতকাল রাতে খাবার সেরে নিজ ঘরেই ঘুমিয়ে ছিলেন ধীরন্দ্রে দেবনাথ৷ এরপর সকালে এলাকাবাসীর নজরে আসে গাছে ধীরেন্দ্র দেবনাথের মৃতদেহ ঝুলে রয়েছে৷  কলেজটিলা ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে নিয়ে যায়৷ এদিকে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷