নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : আজ ১১ সেপ্টেম্বর । ২০০১ সালে এই দিনটিতেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালিয়েছিল তালিবান জঙ্গিরা । আর ১৮৯৩ সালের এই দিনটিতেই শিকাগোতে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ।রবিবার দুই ঘটনারই স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন টুইটারে ৯/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন নরেন্দ্র মোদী। পাশা স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো সম্মেলনে কথাও মনে করালেন দেশবাসীকে।
এদিন সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘ ১১ সেপ্টেম্বর, দু’টি সম্পূর্ণ বিপরীত ঘটনা মনে করিয়ে দেয়। ৯/১১–এর ভয়াবহ হামলায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই। ১৮৯৩ সালের এই দিনটিতেই শিকাগোতে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। গোটা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছিলেন।’