BRAKING NEWS

ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল রাশিয়া

মস্কো, ১০ সেপ্টেম্বর (হি.স.) : আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল রাশিয়া| পরমাণু বোমাবহনে সক্ষম trans_sibআরএসএম তোপোল মিসাইল রাজধানী মস্কো থেকে ৮০০ কিলোমিটার উত্তরের প্লেসিতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছে|
এই মিসাইল রাশিয়ার কামচাটক উপদ্বীপের নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত ভাবে আঘাত করেছে| মিসাইলে পরীক্ষামূলক বোমা বসানো ছিল| একটি মাত্র বোমাবহনে সক্ষম আরএসএম তোপোল দৈর্ঘ্যে ২২.৭ মিটার এবং ওজন ৪৭,২০০ কিলোগ্রাম| এটি সর্বোচ্চ ১০ হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে| এই অত্যাধুনিক অস্ত্রের কার্যক্ষমতা যাচাই করার জন্য পরীক্ষামূলক ভাবে ছোঁড়া হয় আরএসএম তোপোল| রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরীক্ষার ফলাফল রুশ অত্যাধুনিক মিসাইলের উন্নয়নে কাজে লাগানো হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *