ভ্যাটিকান সিটি, ৪ সেপ্টেম্বর (হি.স.): সন্ত ঘোষণা করা হল মাদার টেরিজাকে। রবিবার দুপুর ২টো নাগাদ ভ্যাটিকান সিটিতে তাঁকে এই স্বীকৃতি দেন স্বয়ং পোপ ফ্রান্সিস। এবার থেকে তাঁকে “সন্ত” বলেই জানবে বিশ্ব। সেই সঙ্গে আজ থেকেই পোপ স্বীকৃত বিশ্বের ১০ হাজার পবিত্র মানুষের দলে চলে এলেন সকলের প্রিয় মাদার।এদিন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ দেশবিদেশের লাখো মানুষ।
এদিন প্রথমে মাদারের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তারপর সন্ত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেন পোপ ফ্রান্সিস। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। সন্ত ঘোষণা করা হয় মাদারকে। মাদারের রেলিকস্ অর্থাৎ সন্তের দেহাবশেষ বা ব্যবহৃত জিনিসগুলিকে সম্মানিত করা হয়।
মাদারের সন্ত উপাধি প্রাপ্তি নিয়ে রোমে কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছিল উৎসব। ১ তারিখ থেকে শুরু হয়েছে সেই উৎসব। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। আজ সেন্ট পিটার্স স্কয়্যারে এই উপলক্ষে কয়েকলাখ মানুষের সমাগম হয়। কয়েকমাস আগে মাদারের বিঅ্যাটিফিকেশন (মাদারের সন্ত উপাধি পাওয়ার আগের ধাপ) অনুষ্ঠানে ৩ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছিল। এবার সেই সংখ্যাও অনায়াসে ছাপিয়ে গেছে।
অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে ভ্যাটিক্যান শহর। মাদার টেরিজার সন্ত প্রাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সারা ভারত থেকে ৪৫ জন আর্চবিশপ এসে পৌঁছেছেন রোমে। কলকাতার আর্চবিশপ টমাস ডি’সুজাও, ‘মিশনারিজ অব চ্যারিটি’র ৫০ জন সন্ন্যাসিনী । এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ৭০টি দেশের বিদেশ মন্ত্রী। পাশাপাশি মাদারের অগনিত ভক্ত। এদিন মাদারের সেন্ট প্রপ্তি অনুষ্ঠান যাতে বিশ্বের সব মানুষের দেখার জজন্য ভ্যাটিকানের তরফে একটি বিশেষ লিঙ্ক প্রকাশ করা হয়।
মাদার টেরিজার সন্ত স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অভিনব উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান গাইতে গাইতে হোটেল থেকে ভ্যাটিক্যানের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যম ও রাজ্যের প্রতিনিধিরা।এদিন মাদারের মতো নীল পাড় সাদা শাড়ি পরেই অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।
ভ্যাটিকানে মাদারের সম্মানপ্রাপ্তিতে সাজো সাজো রব কলকাতাতেও। রবিবার সকালে মাদার হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা পুরসভা। ভ্যাটিকান থেকে অনুষ্ঠান সরাসরি দেখতে বিশেষ আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, যিনি সেন্টের তালিকায় জায়গা পান, তাঁর নামে নামাঙ্কিত হয় চার্চ। এমনকি, সেন্ট হয়ে গেলে সেই ব্যক্তির ছবির মাথায় থাকবে জ্যোতির্বলয়ও। আর আজই সেই সম্মান পেলেন ।-
2016-09-04

