আলোচনায় কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়, জেহাদই একমাত্র পথ : সালাউদ্দিন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): কোনওধরনের আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। একমাত্র জেহাদই এখানে শান্তি ফিরিয়ে আনতে পারে। খুব শীঘ্রই কাশ্মীর উপত্যকা ভারতীয় সেনার একটি সমাধিক্ষেত্রে পরিণত হবে। কাশ্মীর উপত্যকায় সর্বদলীয় বৈঠকের ঠিক ২৪ ঘন্টা আগে এভাবেই হুমকি দিল হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন । ৬৯ বছর বয়সি এই নেতার দাবি, ভারত কাশ্মীরের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে যত বেশি সেনাবাহিনী মোতায়েন করবে, তত বেশি শক্ত হবে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন। ভারত যতদিন না কাশ্মীর সমস্যাকে স্বীকৃতি দেবে, ততদিন চলবে এই আন্দোলন ।
জুলাই মাসে বুরহান ওয়ানির মৃত্যুর পর তেতে ওঠে জম্মু–কাশ্মীর। শান্তি ফেরাতে হুরিয়ত নেতাদের সঙ্গে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। এতেই চটেছে হিজবুল প্রধান সালাউদ্দিন। পাকিস্তানের মুজফ্ফরবাদে বসে এক সাক্ষাৎকারে ভারতে হামলার হুমকি দিয়েছে সে। বলেছে, ‘বুরহানের মৃত্যু কী ভুলে গিয়েছেন কাশ্মীরি নেতারা? বুরহানের আত্মত্যাগ এভাবে বিফলে যেতে পারে না। তাঁদের বুঝতে হবে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। হুরিয়ত নেতারা ভারত সরকারের সঙ্গে হাত মেলালে, এগিয়ে আসতে বাধ্য হবে হিজবুল মুজাহিদিন। প্রয়োজনে মাঠে নামবে হিজবুল। হাতে অস্ত্র তুলে নিতে প্রশিক্ষণ দেবে কাশ্মীরিদের। জায়গায় জায়গায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হবে। খুব শিগগির উপত্যকা অঞ্চল নিরাপত্তাবাহিনীর সমাধিক্ষেত্রে পরিণত হবে।’
কাশ্মীরবাসীদের সালাউদ্দিনের পরামর্শ, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। একমাত্র ‘জিহাদ’–ই নাকি তাঁদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে। বুরহানের আত্মত্যাগ বৃথা হতে দেওয়া যায় না। ভারত সরকার যত বেশি সেনাবাহিনী মোতায়েন করবে, বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন ততটাই মজবুত হওয়া প্রয়োজন। সরকার তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলিয়ে যেতে হবে।
৮ জুলাই বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই তেতে উঠেছে কাশ্মীর উপত্যকা। তাই নিয়ে এর আগেও ভারতকে হুমকি দিয়েছিল সালাউদ্দিন। হিজবুল প্রধান এদিন ইসলামাবদকেও মনে করিয়ে দিয়েছে, নীতিগতভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিক দিয়ে পাকিস্তান বাধ্য কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনকে সমর্থন করার বিষয় । প্রয়োজনে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধেও নামতে হবে তাদের।-