ফ্লোরিডা, ১ সেপ্টেম্বর (হি.স.): আইসিসির আলোচনা সভায় উঠবে ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের দ্বিতীয়
ম্যাচ প্রসঙ্গ| প্রযুক্তিগত কারণে ফ্লোরিডায় দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হতে ৪০ মিনিট দেরি হয়| এরপর ম্যাচ চলাকালীন বৃষ্টি নামলে ওই ম্যাচটি সম্পূর্ণ করা সম্ভব হয়| যদি যথাসময়ে ম্যাচ শুরু হত তবে এই সমস্যা হত না বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা| তাই কেন যথাসময়ে ম্যাচ শুরু করা যায় নি তা নিয়েই আগামী মাসে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নিয়ে শুরু হতে চলা কর্মশালায় আলোচনা করবে আইসিসি | আইসিসি-র এক মুখপাত্র আলোচনার বিষয়টি নিশিচত করে বলেছেন, আগামী মাসের বার্ষিক কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে| তার মধ্যে ফ্লোরিডার দ্বিতীয় টি-২০ ম্যাচও থাকবে|
2016-09-02
