বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের, আনন্দে মেতেছে সিঙ্গুরের মানুষ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): বাম আমলে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ ছিল| বুধবার বহু প্রতীক্ষিত সিঙ্গুর মামলার রায়ে Singurএমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট| একইসঙ্গে শীর্ষ আদালতের রায়ে বিরাট জয় পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সুপ্রিম কোর্ট বুধবার যুগান্তকারী রায় দিয়ে জানায়, ২০০৬ সালে যে ভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার, তা বৈধ নয়| জমি অধিগ্রহণ আইন মেনে সেই অধিগ্রহণ হয়নি| ১২ সপ্তাহের মধ্যে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
২০০৬ সালে টাটাদের ন্যান্যো গাড়ির জন্য সিঙ্গুরের প্রায় হাজার একর জমি অধিগ্রহণ করা হয়| ক্ষমতায় এসে বিধানসভায় সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন আইন পাস করায় পশ্চিমবঙ্গ সরকার| টাটারা হাইকোর্টে গেলে সিঙ্গুর আইন সাংবিধানিক ও বৈধ বলে রায় দেয় সিঙ্গল বেঞ্চ| কিন্তু, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যায় সিঙ্গল বেঞ্চের রায়| হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার| বুধবার বিচারপতি ভি গোপাল গৌড়া এবং বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ১৮৯৪ সালের আইন প্রয়োগ করে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা ঠিক হয়নি|
সিঙ্গুর মামলায় যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| বুধবার শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি গোপাল গৌড়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ও অসাংবিধানিক ছিল| শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়ে বিরাট জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| স্বাভাবিকভাবেই খুশি সিঙ্গুরের মানুষও| বহু প্রতীক্ষিত এই রায় শোনার পর সবুজ আবির খেলায় মেতেছেন সিঙ্গুরের মানুষজন|
সুপ্রিম কোর্ট বুধবার যুগান্তকারী রায় দিয়ে জানায়, ২০০৬ সালে যে ভাবে সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার, তা বৈধ নয়| জমি অধিগ্রহণ আইন মেনে সেই অধিগ্রহণ হয়নি| ১২ সপ্তাহের মধ্যে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল সিঙ্গুরবাসী| শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে নজর ছিল কালীঘাটেরও| শীর্ষ আদালতের রায় শোনার পর সিঙ্গুর আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম তৃণমূল নেতা তথা বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার‌্য বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন| গড়ে তুলেছিলেন আন্দোলন|’ এই রায়ে কৃষকদের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি|
বহু প্রতীক্ষিত সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টের রায়ে খুশি কংগ্রেস| বুধবার সিঙ্গুর মামলায় সর্বোচ্চ আদালতের রায়দানের পর কংগ্রেস বিধায়ক আব্দুল মান্নান বলেছেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাচ্ছেন, এতে আমরা সকলেই খুশী| সিঙ্গুর মামলায় বুধবার যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট| বুধবার শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি গোপাল গৌড়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০০৬ সালে সিঙ্গুরের জমি অধিগ্রহণ অবৈধ ও অসাংবিধানিক ছিল| ১২ সপ্তাহের মধ্যে জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
শীর্ষ আদালতের রায়দানের পর বিধানসভায় কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেছেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পাচ্ছেন, তাই আমরা সকলেই খুশী|
বুধবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে ছিল সিঙ্গুরবাসী| শীর্ষ আদালত কি রায় দেয় সেদিকে নজর ছিল কালীঘাটেরও| শীর্ষ আদালতের রায় শোনার পর সিঙ্গুর আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম তৃণমূল নেতা তথা বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার‌্য বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন| গড়ে তুলেছিলেন আন্দোলন|’ এই রায়ে কৃষকদের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি| রায়দানের পর নয়াদিল্লি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়| সিঙ্গুর মামলায় তিনি ছিলেন রাজ্য সরকারের মূল আইনজীবী| মমতা দ্রুত তাঁকে রায়ের কপি পাঠাতে বলেছেন|