BRAKING NEWS

২ সেপ্টেম্বর ধমর্ঘট রুখতে বলপূর্বক প্রচেষ্টা করছে রাজ্য সরকার, দাবি সমন পাঠকের

শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি.স): শ্রমিকদের অধিকার খর্ব করতে রাজ্য সরকার বলপূর্বক আন্দোলন বন্ধ করতে চাইছে| আগামী ২ cituসেপ্টেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে আটকাতে বলপূর্বক প্রচেষ্টা করছে রাজ্য সরকার| কিন্তু তাতেও কিছু হবে না| ধর্মঘট সফল হবে| শনিবার বিশেষ সাক্ষাত্কারে একথা জানান দার্জিলিং জেলা সি আই টি ইউ-র সাধারণ সম্পাদক তথা ১০টি ট্রেড ইউনিয়নের জয়েন্ট অ্যাকশন কমিটি এবং ফেডারেশনের কনভেনর সমন পাঠক|
তিনি বলেন, মূলত আগামী ২ সেপ্টেম্বর ধর্মঘট ডাকা হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে| শ্রমিক বিরোধী নীতি বাতিল, মজুরী বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে গণবন্টন ব্যবস্থা গ্রহন, শ্রম আইন সংস্কার, শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই ধর্মঘট পালিত হবে গোটা দেশ জুড়ে|
এদিকে, রাজ্যের কাছে ২ দফা দাবি তুলে ধরা হয়েছে| বন্ধ কারখানা খোলা এবং কলকাতা এবং হলদিয়া বন্দরের পুনরুজ্জীবন করা| কিন্তু রাজ্য সরকার বলপূর্বকভাবে এই ধর্মঘট বাঞ্চাল করার চক্রান্ত করছে| ধর্মঘট সফল হবেই| সাধারণ মানুষ এই ধর্মঘটকে সফল করবেন| শ্রমিকদের স্বার্থে আগামীদিনে আমাদের এই আন্দোলনের সুর আরও চড়া হবে বলে জানিয়েছেন সমন পাঠক|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *