শিমলা, ২৭ আগস্ট (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কিছুটা অংশ| তবে একবার নয় পরপর দু’বার
ভূকম্পন অনুভূত হয়েছে| রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৬ ও দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৩| ন্যাশনাল সেন্টার অফ ভূকম্পবিদ্যা (এনসিএস) জানিয়েছে, শনিবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়| কম্পনের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে| দ্বিতীয় কম্পনের টের পাওয়া যায় ৭.০৫ মিনিট নাগাদ| উভয় কম্পনের উত্সস্থল ছিল কুলু|
ভূকম্পনের জেরে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| বিশ্বের কয়েকটি ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে এই হিমালয় সংলগ্ন রাজ্য হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড|

