ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন ক্রমেই উন্নত থেকে উন্নতর হচ্ছে ঃ রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ সুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে আজ বিকালে ‘ক্রস বর্ডার টেররিজম ইন tathagata royবাংলাদেশ ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়ানস বর্ডার স্টেটস’ ত্রিপুরা কনক্লেভের উদ্বোধন করেন রাজ্যপাল তথাগত রায়৷ এই উদ্যোক্তা ত্রিপুরা ইনফোওয়ে ডটকম৷ আলোচনাচক্রে মুখ্য অলোচক ছিলেন ন্যাশনাল সিকিউরিটি এডভাইজারি বোর্ডের সদস্য এ বি মাথুর৷
উদ্বোধকের ভাষণে রাজ্যপাল তথাগত রায় প্রথমেই বাংলাদেশের মুক্তি যুদ্ধের বিষয় নিয়ে আলোচনা করেন৷ তিনি বলেন, বিভিন্ন দেশকে এবং সেই দেশের সেনাবাহিনীদের সন্ত্রাসবাদ মোকাবিলায় কালঘাম ফেলতে হচ্ছে৷ এই সমস্যার উৎস কোথায় তা বুঝতে হবে৷ সমস্যাগুলি চিহ্ণিত করে সমাধানের পথে যেতে হবে৷ রাজ্যপাল তথাগত রায় বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কে এখন ক্রমেই উন্নত থেকে উন্নতর হচ্ছে৷ সন্ত্রাসবাদ মোকাবিলায় তিনি সন্ত্রাসবাদীদের চিহ্ণিত করে উপযুক্ত শাস্তি প্রদান, সন্ত্রাসবাদীদের অর্থের উৎস খোঁজার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃড় মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন৷
আলোচনাচক্রের মুখ্য অলোচক এ বি মাথুর বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এই সময়ে পারস্পরিক সহযোগিতা খুবই জরুরী৷ দুই দেশের মধ্যে এই সম্পর্ক এখন উন্নয়ন ও পরস্পরের প্রতি সহাবস্থনে উন্নীত হয়েছে বলে তিনি জানান৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী অফিসের সিনিয়র ডাইরেক্টর নরুল অফসার আলোচনাচক্রে বলেন, তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশই সন্ত্রাসবাদের হুমকির সন্মুখীন৷ বাংলাদেশ ও এর থেকে বাইরে নয়৷ তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি৷ এ প্রশ্ণে ভারত আমাদের বিভিন্ন ভাবে সহায়তা করেছে৷ কনক্লেভে এছাড়াও আলোচনা করেন আসাম থেকে আসা নিরাপত্তা বিশেষজ্ঞ জয়দীপ সৈকিয়া, ত্রিপুরা ইনফোওয়ে ডট কমের সম্পাদক সোমেন সরকার৷ সভাপতিত্ব করেন আসাম পুলিশের অতিরিক্ত মহানির্দেশক পল্লব ভট্টাচার্য৷ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক সুবীর ভৌমিক৷