BRAKING NEWS

সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে চালনো হতে পারে আইএনএস কালভারি সাবমেরিন

নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : আগামী সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে প্রথম ব্যবহার হতে চলেছে ভারতীয় সেনার অন্যতম Kalvariপ্রধান অস্ত্র আইএনএস কালভারি সাবমেরিন| জানা গিয়েছে, ২০০৫ সালে ফ্রান্সের সংস্থা ডিসিএনএসের সঙ্গে এই অত্যাধুনিক সাবমেরিনটি বানানোর চুক্তি হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের| সেই চুক্তি অনুযায়ী এই অত্যাধুনিক সাবমেরিনটি বানিয়েছে সংস্থাটি| সাবমেরিনটির দৈর্ঘ্য ৬৬ মিটার|
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে চুক্তি অনুযায়ী, মোট ৬টি সাবমেরিন বানানোর চুক্তি হয়েছিল| যার মধ্যে প্রথম চারটি হলও সাধারণ সাবমেরিন ও পরের দুটি হল এয়ার ইন্ডিপেনডেন্ট প্রপালশন সিস্টেমসহ সাবমেরিন| এই সাবমেরিনগুলি তৈরি হয়েছে মুম্বইয়ের এসডিএল বন্দরে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *