BRAKING NEWS

শান্তি ও সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ ২৩ আগষ্ট আগরতলা শহরে আইপিএফটির মিছিল থেকে তান্ডবের ঘটনা নিয়ে মুখ PHOTO 3খুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই ধরনের ঘটনা প্ররোচনামূলক ও উস্কানীমূলক এবং অপ্রতাশিত বলেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা একেবারেই নিন্দনীয়৷ পুরো ঘটনাটি মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্ত রিপোর্ট এক মাসের মধ্যেই জমা পড়বে৷ বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকার এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷
মুখ্যমন্ত্রী বলেন,মঙ্গলবার দুপুর থেকে যখন আইপিএফটি কর্মী সমর্থকরা হামলা হুজ্জুতি চালিয়ে আসছিল এতে শহরের মানুষ মাঠে নেমে পুলিশ প্রশাসনকে নিয়ে যৌথ সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ তার জন্য প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে গুজব রটানো হচ্ছে৷ অসত্য তথ্য উদ্দেশ্যমূলক ভাবে ছড়ানো হচ্ছে৷ সংসৃকতি এবং ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে তদন্ত করে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে৷ শান্তি সম্প্রীতিকামী মানুষ এই গুজবকে প্রত্যাখ্যান করবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি রাজ্যবাসীর কাছে গুজবে কান না দিয়ে প্ররোচনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন৷ রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে রাজ্যের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *