BRAKING NEWS

আগরতলায় হিংসার তদন্তভার হাইকোর্টের বিচারপতিকে দিয়ে করাতে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ গত ২৩ আগষ্ট আগরতলা শহরে আইপিএফটি’র মিছিল ও সভাকে কেন্দ্র করে tmcসংঘঠিত হিংসাত্মক ঘটনার তদন্ত ভার হাইকোর্টের একজন কর্মরত বিচারপতির হাতে ন্যাস্ত করার দাবী জানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিধায়ক আশিষ কুমার সাহার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন৷ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের অভিযোগ ২৩ আগষ্ট সংঘঠিত ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷ জাতি-উপজাতির ঐক্য বিনষ্ট করার চক্রান্ত হয়েছে৷ ঘটনায় দোষিদের খুঁজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে৷ রাজ্য সরকার এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হল যে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন আইপিএফটিকে মিছিল ও সমাবেশ করার অনুমতি দিয়ে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে তাদের হাতে তদন্ত ভার তুলে দেওয়া হলে সঠিক তদন্ত কোন দিনই সম্ভব হবে না৷ সেকারণেই হাইকোর্টের একজন কর্মরত বিচারপতি কে দিয়ে ঘটনার তদন্ত করার জন্য দাবী উঠেছে৷ রাজ্যপাল এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ৷
এদিকে বিজেপি গত ২৩ আগষ্ট আগরতলা সংগঠিত ঘটনার তদন্ত ভার সিবিআই’র হাতে তুলে দেওয়ার জন্য জোড়ালো দাবী জানিয়েছে৷ দল মানিক সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার জন্যও দাবী জানিয়েছে৷ কেন্দ্রীয় সরকার যাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে কথা বলে কিংবা চিঠি লিখে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় সেই অনুরোধও জানানো হয়েছে৷ বিজেপি এই সব ঘটনার ব্যাপারে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে৷ সিপিআই(এম) রাজ্য সম্পাদক বিজন ধর ঘটনার পর সাংবাদিক সম্মেলন করে উপজাতিদের মধ্যে বিভাজন তৈরীর চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে৷ শুধু তাই নয় বিজেপি’র বিরুদ্ধে কুৎসা রটনা ও অপপ্রচার চালানো হচ্ছে৷ এধরণের কার্যকলাপে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি৷ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপি’র রাজ্য সভাপতি বিল্পব দেব এবং সহ সভাপতি সুবল ভৌমিক রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য শান্তিকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ২৪শে আগষ্ট বিজেপি’র রাজ্য সভাপতির বিল্পব কুমার দেব সহ সভাপতি সুবল ভৌমিক এবং দলীয় রাজ্য পর্যবেক্ষক সুনীল দেওধর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাত করে ২৩ আগষ্টের ঘটনা সম্পর্কে তাকে অবহিত করেন৷ নেতৃবৃন্দ বলেন বেজেপি কোন দিন বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *