BRAKING NEWS

শান্তি ও সম্প্রীতির পক্ষে সওয়াল করে রাজনৈতিক দলগুলির কাদা ছঁুড়াছঁুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরে মঙ্গলবার আইপিএফটি’র মিছিলকে কেন্দ্র করে সংগঠিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ এই নিয়ে রীতিমত চাপানোতুর শুরু হয়েছে৷ বিরোধী দলগুলো শাসক দলকে এবং প্রশাসনকে এজন্য দায়ী করেছে৷ শাসক দল এসব অভিযোগ খারিজ করে দিয়েছে৷ প্রশাসন এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রচেষ্টায় রাজধানী আগরতলা শহর সহ গোটা রাজ্যে শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখা সম্ভব হয়েছে বলে শাসক দলের নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷
এদিকে বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আইপিএফটি’র সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা গতকালের ipft pressঘটনার জন্য শাসক দল ও প্রশাসনকে দায়ী করেছেন৷ আইপিএফটি সমর্থকরা কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ছিল না বলে তিনি দাবী করেছেন৷ ঘটনার পরপরই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক আশীষ কুমার সাহা অভিযোগ করেছেন আইপিএফটি’র মিছিলে সিপিআই(এম) কর্মীরাই আক্রমণ চালিয়েছে এবং প্ররোচিত করেছে৷
সিপিআই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর এবং রাজ্য সম্পাদক cpim pressমন্ডলীর সদস্য তথা দলীয় মুখপাত্র গৌতম দাস তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ তিনি বলেন আইপিএফটি সমর্থকরাই মিছিলে লোহার রড নিয়ে আক্রমণ চালিয়েছে৷ তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য দলগুলি আইপিএফটিকে সমর্থন যুগিয়েছে বলেও তিনি পরোক্ষে অভিযুক্ত করেছেন৷ দলীয় মুখপাত্র গৌতম দাস স্পষ্টি করণ দিয়ে বলেন সিট্যুভুক্ত মোটর শ্রমিকরাই বিবেকানন্দ ময়দান থেকে আটকে পরা আইপিএফটি সমর্থকদের পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গাড়ী করে তাদের বাড়ী বাড়ী পৌঁছে দিয়েছে৷ সিপিএম কর্মীরা সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে৷ শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষও এক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করেছেন৷ তাদের প্রচেষ্ঠার ফলেই আইপিএফটি’র ব্লু প্রিন্ট ব্যর্থ হয়েছে৷ আইপিএফটি’র সভাপতি এন সি দেববর্মা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গৌতম বলেন তিনি যখন কেন্দ্রীয় সরকারের অধিনে চাকুরী করতেন তখনও সরকারী গাড়ী নিয়ে খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশ গিয়ে উগ্রপন্থীদের সংগে বৈঠক করেছেন৷ কোথায় কিভাবে আক্রমণ করতে হবে সে সম্পর্কে পরামর্শ দিয়েছেন৷ শুধু তাই নয় আইপিএফটি উগ্র বাঙালী বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে৷ উপজাতিদের মগজে বিষ ঢোকানোর নিরন্ত্রণ প্রয়াস চলেছে৷ এসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেছেন তিনি৷

AMORA BENGALIএদিকে আমরা বাঙালী দল আইপিএফটি’র উন্মাদনার তীব্র নিন্দা জানিয়েছে৷ তিপ্রাল্যান্ড গঠনের দাবী খারিজ করে দিয়ে
এডিসি ভেঙ্গে দেওয়ার জন্যও জোরালো দাবী জানিয়েছে আমরা বাঙালী দল৷

বিজেপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বুধবার বিজেপি’র নেতা যিষ্ণু দেববর্মা মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে আইপিএফটি’র উশৃঙ্খল আচরণের ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন৷ প্রশাসন কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছেন বলে BJP LOGOঅভিযোগ৷ প্রশাসন কোনভাবেই এর দায় অস্বীকার করতে পারবেন না বলে তিনি মন্তব্য করেন৷ আইপিএফটি’র মিছিল ও সভাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে যে উশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়েছে তা রাজ্যের অন্যান্য স্থানেও অশান্তির পরিবেশ কায়েম করতে চেষ্টা চালাচ্ছে৷ এবিষয়ে রাজ্যের শান্তিকামী জাতি-উপজাতি উভয় অংশের জনগণকে সতর্ক থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান দিয়েছে প্রশাসন৷ সোসাল মিডিয়ায় গুজব ছড়ানোর যে প্রয়াস চলেছে তা ভয়ঙ্কর বলেও মনে করছেন বিভিন্ন মহল৷ প্রশাসন এই বিষয়টির প্রতিও কঠোর মনোভাব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *