আতঙ্কে জুবুথুবু আগরতলা জারী রয়েছে ১৪৪ ধারা কেন্দ্রীয় বাহিনীর টহল, আইপিএফটি-র মিছিল ঘিরে সংঘর্ষের ম্যাজিস্ট্রট পর্যায়ের তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগষ্ট৷৷ মঙ্গলবারের ঘটনার পর এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি রাজধানা আগরতলা৷ গোটা শহরেই অনির্দিষ্ট কালের জন্য জারি রয়েছে ১৪৪ ধারা৷ এদিকে, বুধবার মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের পদস্থ আধিকারীকদের নিয়ে গোটা ঘটনার পর্যালোচনা করেছেন৷ সেই সঙ্গে এদিন মঙ্গলবারের ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের 144নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ ঘটনার রাত থেকেই প্রায় শুনশান রাজপথ৷ আতঙ্কিত ব্যবসায়ী মহল৷ ভয় তাড়া করছে যানচালকদের৷ রাজধানীর চন্দ্রপুর আইএসবিটি, রাধানগর ও নাগেরজলা মোটারস্ট্যান্ডে যানবাহণের সংখ্যাও ছিল বুধবার তুলনামূলক কম৷ দূরপাল্লার বাস চালানোর সাহস করছেন না চালকরা৷ যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে৷ ব্যাসস্ট্যান্ডগুলিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে৷ রাজপথ দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ট্রাক ভর্তি হয়ে শহরে টহল দিচ্ছে৷ গোটা শহরে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের পদচারণা৷ তবে খবর লেখা পর্যন্ত রাজধানী আগরতলা সহ রাজ্যের কোথাও থেকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি৷
এদিকে গুজবে কান না দেওয়ার জন্য এবং সোশ্যাল মিডিয়াগুলিতে প্ররোচনামূলক ছবি ও মন্তব্য না করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েএছ৷ আগরতলায় বসবাসরত বিভিন্ন মহকুমাতে কর্মরত সরকারী কর্মচারীরাও ঝঁুকি নিয়ে অফিসমুখী হননি৷ মূলত মঙ্গলবারের ঘটনায় সমস্ত অংশের মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে৷ আতঙ্কের রেশ কাটতে আরও কিছুদিন সময় লাগবে বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করেছে৷
এদিকে, মঙ্গলবারের ঘটনার পর বুধবার সিধাই থানার অধীন বিভিন্ন এলাকায় দোকাপাট ছিল বন্ধ৷ বাজারে লোক সমাগম হয়নি৷ এক ভীতির পরিবেশ কায়েম হয়ে রয়েছে৷ সিমনা তমাকারি কেন্দ্রের উপনির্বাচন একদিকে, অন্যদিকে মঙ্গলবারের রাজধানীতে হিংসাশ্রয়ী ঘটনা৷ সব মিলিয়ে সিমনা তমাকারি কেন্দ্রের বিভিন্ন এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ জানা গিয়েছে, রাজধানী আগরতলার হিংসার রেশ ছড়িয়ে পড়েছে পাহাড়ী জনপদে৷ বিভিন্ন স্থানে জাতি উপজাতির সম্প্রীতির মধ্যে কিছুটা তিক্ততা লক্ষ করা গিয়েছে৷ তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ বিভিন্ন মহল থেকে গুজব ছড়ানোর চেষ্টাও চলছে৷ রাজনৈতিক দলগুলি ফায়দা নেওয়ার প্রয়াস নিয়েছে বলেও তথ্যাভিজ্ঞ মহলের অভিযোগ৷
এদিকে, ২৩ আগষ্ট আই পি এফ টি-র ডাকা রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় আই পি এফ টি সমর্থকদের সঙ্গে স্থানীয় মানুষের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে৷ এতে ২৩ জন আহত হয়েছেন৷ ১৭টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে এবং কিছু দোকানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে৷ এই সমস্ত ঘটনায় আগরতলায় কিছু উত্তেজনা এবং ভীতির সঞ্চার হয়৷ আহত ২৩ জনের চিকিৎসা জিবি হাসপাতালে হয়েছে৷ এদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সবারই যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে করা হয়েছে৷ এখনও আহত ১১ জনের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে৷ মিছিলে অংশ গ্রহণকারীদের পুলিশ প্রহরার মধ্য দিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ এক বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেছেন৷ বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডি জি, অতিরিক্ত ডি জি (আইন-শৃঙ্খলা), অতিরিক্ত ডি জি (প্রশাসন) সচিব (স্বরাষ্ট্র) উপস্থিত ছিলেন৷ বৈঠকে শান্তি বজায় রাখতে এবং মানুষ যাতে ভয়মুক্ত পরিবেশে তাদের জীবন যাত্রা বজায় রাখতে পারেন সেই লক্ষ্যে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দেয়া হয়েছে৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রাজ্য সরকারকে সহায়তা করছে৷ পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তা যে ১৪৪ ধারা জারি করেছেন তা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে বজায় থাকবে৷ এই বিষয়ে আই পি সির ১৪৮/১৪৯/৩২৫/৪২৭ নং ধারায় পশ্চিম থানায় ১০৪/১৬ নং মামলা দায়ের করা হয়েছে৷ তদন্তের কাজ এগিয়ে চলেছে৷ পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে৷ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য রাজ্য সরকার এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে৷
রাজ্য সরকার সমস্ত মানুষজন৷ আইপিএফটি সমর্থকদের বাধাদানে পন্ড হয়ে যায় হাট৷ বিপাকে পড়েন উপজাতি অংশের মানুষ৷ শুধু তাই নয়, আইপিএফটি সমর্থকদের উশৃঙ্খল আচরণের ফলে খোয়াই-আগরতলা ভায়া সুবল সিং রোডে দিনভর কোন যানবাহন চলাচল করেনি৷ এসব ঘটনার খবর পেয়ে মোহনপুরের এসডিএম এবং মহকুমা পুলিশ আধিকারিক হেজামারায় ছুটে যান৷ প্রশসনের হস্তক্ষেপে কোন ধরণের অঘটন ঘটতে পারেনি৷ হেজামারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *