তেলেঙ্গানায় বাস পড়ল খালে, মৃত ১৪

খাম্মাম (তেলাঙ্গানা), ২২ আগস্ট (হি.স.): খাম্মাম-হায়দরাবাদ জাতীয় সড়কে, রাস্তার পাশে খালে বেসরকারি বাস পড়ে গিয়ে ACCIDENTমৃতু্য হল ১৪ জন যাত্রীর| মর্মান্তিক দুর্ঘটনায় আরও ১২ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন| পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ২৬ জন যাত্রী ছিলেন| আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| সোমবার ভোররাতে হায়দরাবাদ থেকে কাকিনাড়াগামী একটি বেসরকারি বাস কুসুমঞ্চির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়| ঘটনাস্থলেই মৃতু্য হয় ৮ জন যাত্রীর| পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ৬ জনের মৃতু্য হয়|
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ| উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা| গুরুতর আহতদের খাম্মাম হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ২৬ জন যাত্রী ছিলেন| রবিবার রাত ১০টা নাগাদ হায়দরাবাদের মিয়াপুর থেকে বাসটি যাত্রা শুরু করেছিল| দুর্ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক| পুলিশের অনুমান, বাসচালকের গাফিলতিতেই এই দুর্ঘটনাটি ঘটেছে|