BRAKING NEWS

গুছিয়ে কথা বলাটা শেখা হয়ে ওঠেনি, অনুতপ্ত ট্রাম্প

ওয়াশিংটন, ১৯ আগস্ট (হি.স.): বিতর্কিত মন্তব্যের জন্য সর্বদা সংবাদের শিরোনামে থাকেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে Donald Trumpরিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প| কখনও সন্ত্রাস ইসু্যতে সরাসরি মুসলমানদের নিশানা করেছেন, কখনও বা অভিবাসী রুখতে সীমানা বরাবর দেওয়াল তুলে দেওয়ার কথা বলেছেন তিনি| বেফাঁস মন্তব্যের জন্য অবশেষে দুঃখ প্রকাশ করলেন ট্রাম্প| স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তর ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে অনুশোচনা করে ট্রাম্প বলেছেন, ‘প্রচারে বেরিয়ে অনেক কিছু নিয়েই কথা বলতে হয়| তাই মুখ ফস্কে ভুল কিছু বলে ফেলাটাই স্বাভাবিক| জানি আমার কথায় অনেকেই আঘাত পেয়েছেন| তার জন্য আমি খুবই দুঃখিত| আসল কথা হল সারা জীবন ব্যবসা করেছি| কীভাবে অন্যকে চাকরি দেওয়া যায়, আশপাশের মানুষের জীবন সুন্দরভাবে গড়ে দেওয়া যায় সেই নিয়েই ব্যস্ত থাকতাম| তাই গুছিয়ে কথা বলাটা শেখা হয়ে ওঠেনি| তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত| অপ্রিয় হলেও, আমি কিন্তু সব সময় সত্যি কথাই বলি| আগে কারখানার শ্রমিকদের হয়ে কথা বলতাম, এখন গোটা দেশবাসীর হয়ে কথা বলি|’
তবে নিজেকে অনুতপ্ত বলে ঘোষণা করলেও, প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে এখানেও একহাত নিতে ভোলেননি ট্রাম্প| তাঁর কথায়, ‘হিলারি তো জীবনেও সত্যি কথা বলে না| দিনের পর দিন মিথ্যে কথা বলেই এতদিন রাজনীতিতে টিকে গেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *