বেজিং, ১৭ আগস্ট (হি.স.) : চিনের একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে বারো জনের মৃতু্য হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে|
ৱুধবার স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়ে বলেছে, মঙ্গলবার বিকেলে চিনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসুর হাইগিতে একটি চুনাপাথর খনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে| ওই সময় খনিতে থাকা ১২ জন শ্রমিক আটকে পড়ে| প্রাায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর নয়জনকে মৃত এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা| পরে স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনজন মারা যান|
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি| তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রুপ নামে একটি সংস্থা পরিচালনা করত বলে জানা গিয়েছে|
2016-08-17

