BRAKING NEWS

দুর্গাপুজার চাঁদার জুলুম শুরু, মুখ্যমন্ত্রী সতর্ক করলেন ক্লাবগুলিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ দূর্গা পুজোর চাঁদা জুলুমবাজি নিয়ে ক্লাবগুলিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ চাঁদার জুলুমবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জমা পড়েছে৷ কাউকেই জোর করে চাঁদা চাপিয়ে দেবেন না৷ মানুষ স্বইচ্ছায় চাঁদা দিলেই গ্রহণ করুন৷ আগরতলার ক্লাবগুলির প্রতি এমনই আহ্বান জানালেন মানিক সরকার৷ রবিবার স্কাইলার্ক ক্লাবের রক্তদান, দেহদান ও চক্ষুদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরব হন নেশা ও জুয়া নিয়ে৷
হাতে গোনা ৬২দিন৷ এরপরই বাঙালির প্রধান উৎসব দূর্গাপুজো৷ আর পুজোকে কেন্দ্র করে ক্লাবে ক্লাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ চলছে চাঁদা তোলা৷ আর পুজোর প্রাক্মুহূর্তে চাঁদার জুলুমবাজি নিয়ে রাজধানীর ক্লাবগুলিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়েছেন পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চলবে না৷ প্রতিবছরই পুজোর চাঁদা নিয়ে রাজ্যের কোন না কোন জায়গায় ঝামেলা হয়ে থাকে৷ একাংশ ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষের ঘাড়ে চাঁদার বোঝা চাপিয়ে দেন৷ এই অভিযোগ গত কয়েক বছরে অহরহ উঠে আসছে৷ রবিবার মুখ্যমন্ত্রী স্কাইলার্ক ক্লাবে রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন গতকাল তাঁর কাছেও অভিযোগ জমা পড়েছে৷ এলাকার পুর পারিষদ, বিধায়ককে মঞ্চে রেখেই সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি নেশা ও জুয়া নিয়েও সরব হন৷ তার বক্তব্য আগরতলা শহরে কিছু কিছু দোকানে ট্যাবলটে বিক্রি হচ্ছে৷ তরুণ-তরুণী, যুবক যুবতীদের একাংশ নেশায় ডুবে যাচ্ছে৷ এর জন্য ক্লাবগুলিকে ইতিবাচক পদক্ষেপ নিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর ক্লাবগুলি এব্যাপারে কি ভূমিকা নেয় এখন এটাই দেখার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *