BRAKING NEWS

আজ বামদূর্গে আসছেন মমতা, পরিবর্তনের ডাক দেবেন কাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ সোমবার বিকাল চারটা পঞ্চাশ মিনিটে আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী৷ ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ডাক দেবেন মঙ্গলবার আগরতলায় বিবেকানন্দ ময়গানে প্রকাশ্য জনসমাবেশে৷ এদিকে, মমতার এই রাজ্য সফর এবং জনসমাবেশকে ঐতিহাসিক করার জন্য দলীয় নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷ এদিকে, জনসমাবেশকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে আরক্ষা প্রশাসনের তরফ থেকে ব্যাপক দৌঁড়ঝাপ শুরু হয়ে গিয়েছে৷
4সোমবার বিকালে মমতা ব্যানার্জী আগরতলায় পৌঁছবেন৷ দলের তরফ থেকে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানো হবে৷ তার সফরসূচি সম্পর্কে দলীয় স্তরে কোন তথ্য রবিবার রাত পর্যন্ত জানা যায়নি৷ তবে মমতা ব্যানার্জীর সাথে আসবেন দলের সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ মুকুল রায়৷ এছাড়াও আসছেন আরও কয়েকজন সাংসদ৷ ধারণা করা হচ্ছে মমতা ব্যানার্জী ত্রিপুরা সফরকালে মন্দিরনগরী উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন৷ সেখানে পুজো দেবেন৷ মঙ্গলবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে ভাষণ দেবেন৷ এদিকে, দলের তরফ থেকে এই জনসমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে৷ জায়গায় জায়গায় ব্যানার, হোর্ডিং, পোস্টার, মাইকিং করে প্রচার করা হচ্ছে৷ রাজ্যের সমস্ত জেলা থেকেই এই জনসমাবেশে লোক আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ এই লক্ষ্যে সব জেলাতেই প্রচার চলছে৷
এদিকে, সমাবেশস্থলের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে অবস্থান করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নিরাপত্তার দায়িত্বে থাকা পদস্থ অফিসাররা৷ রবিবার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ তৃণমূলের নেতারা স্বামী বিবেকানন্দ ময়দানে যান৷ সেখানে পুলিশের আই জি (আইন শৃঙ্খলা), পশ্চিম জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ গোয়েন্দা বিভাগ (এসবি) এর পদস্থ অফিসাররা দলের নেতাদের সঙ্গে কথা বলে সমবাশে লোক সমাগম সহ আনুসঙ্গিক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়েছে৷ মঙ্গলবারের জনসমাবেশকে ঘিরে শহরের বিভিন্ন রুটে যানজট নিয়ন্ত্রণ করার বিষয়েও ট্রাফিক পুলিশের তরফে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর৷
এদিকে, মমতা ব্যানার্জীর ত্রিপুরা সফর ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা ও পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে৷ ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর জন্য মমতার এই সফর অনেকটাই অক্সিজেন যোগাবে বলে রাজনৈতিক মহলের ধারণা৷ পাশাপাশি মমতা ব্যানার্জী একুশে জুলাই কলকাতায় জনসমাবেশে ঘোষণা দিয়েছিলেন তিনি ত্রিপুরায় আসবেন এবং সিপিএমের রাজত্বের অবসান ঘটানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবেন৷ যেখানে গোটা দেশে সিপিএমের করুণ অবস্থা সেখানে মমতার ত্রিপুরার প্রতি আগ্রহ অনেকটাই গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহলের অভিমত৷ তবে, এরাজ্যে সিপিএমের সাংগঠনিক শিকড় গ্রাম-পাহাড়ে যেভাবে বিস্তৃত সেখানে মমতার এই হুঙ্কার কতটা বাস্তব রূপ পাবে সেটা দেখা যাবে বিধানসভা নির্বাচনের পরই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *