BRAKING NEWS

বাদ যাবে বাড়ির খালি জায়গা, সম্পত্তি কর নিয়ে স্পষ্টিকরণ দিলেন রামটেকে

rupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ সম্পদ কর নিয়ে পুরবাসীর মনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল তার স্পষ্টীকরণ দিয়েছে পুর নিগম৷ নিগমের কমিশনার মিলিন্দ রামটেকে জানিয়েছেন, নতুন বিধি অনুযায়ী কর নির্ধারণ পদ্ধতির প্রস্তাব জনগণের সামনে তুলে ধরা হয়েছে৷ তাতে সম্পদ কর এ এবং বি জোনের পুরবাসীদের আনুমানিক ১৪ পয়সা এবং ৬ পয়সা হারে বৃদ্ধি পাবে৷ অন্যদিকে, সি এবং ডি জোনের পুরবাসীদের সম্পদ কর আনুমানিক ৬ পয়সা এবং ১৬ পয়সা কমবে৷ খালি জমির জন্য কোন কর প্রস্তাবে নেই৷ শুধুমাত্র জমির উপর নির্মাণ করা বাড়ির জন্য কর দিতে হবে৷ সেক্ষেত্রে কোন বাড়ির বসত ঘরের প্লিনথ এরিয়ার তিনগুণ খালি জায়গার জন্য কোন কর দিতে হবে না৷ তাছাড়া কৃষি জমির জন্যও কোনরকমের কর এই প্রস্তাব অনুযায়ী দিতে হবে না৷
এক উদাহরণ তুলে ধরে পুর কমিশনার জানিয়েছেন, একটি বাড়ির পাকা দালান, তার প্লিনথ এরিয়া এক হাজার বর্গফুট হলে এ জোনে ঐ বাড়ির মালিক বর্তমানে যেখানে দিচ্ছেন ৮৬০ টাকা, সেখানে নতুন প্রস্তাব অনুযায়ী তাঁকে দিতে হবে ১০০০ টাকা৷ অবশ্য কাঁচা, সেমি পাকা, বাণিজ্যিক, প্রতিষ্ঠান ইত্যাদির কাঠামোর ক্ষেত্রে করের হার সামান্য কম বেশি হতে পারে৷ পুর কমিশনার দাবি করে বলেন, এই প্রস্তাব অনুযায়ী কর আদায় করা হলে তাতে স্বচ্ছতা আসবে৷ পাশাপাশি কর প্রদান সরলীকরণ ও নাগরিক বান্ধব হবে৷ মোট কথা, সহজ-সরল, স্বচ্ছ এবং নাগরিক বান্ধব সম্পদ কর পদ্ধতি চালু করাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য বলে পুর কমিশনার দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *