সিপিএম-তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত সাব্রুম, থানায় ডেপুটেশন, মামলা

attackবিশেষ প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট৷৷ দক্ষিণ জেলার সাব্রুমে শাসক দল সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বিবাদ ক্রমশ তুঙ্গে উঠতে শুরু করেছে৷ মঙ্গলবার
সিপিআইএম ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে সাব্রুমের দমদমিয়া৷ পরিকল্পিতভাবেই শাসক দলের ক্যাডার বাহিনী তৃণমূল কংগ্রেসের এক যুব নেতার উপর হামলা চালায় বলে অভিযোগ৷ পেট্রোল পাম্পে জ্বালানী নিতে গিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন তৃণমূলের যুব নেতা তাপস লোধ৷ ঘটনার প্রতিবাদে সাব্রুম থানায় ডেপুটেশন এবং সাব্রুম শহরে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস৷
পেট্রোলের দাবিতে আন্দোলন করতে গিয়ে সিপিআইএম তৃণমূল সংঘর্ষে আহত তৃণমূল নেতা৷ পেট্রোল চাইতে গিয়ে সিপিআইএম ক্যাডার বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা তাপস লোধ৷ দমদমা পেট্রোল পাম্পে তেল সংগ্রহ করতে গেলে সাব্রুমের হরিণার শাসক দলের কট্টর সমর্থক নিস্পন চৌধুরী এবং সিআইটিইউ নেতা সঞ্জয় দেবের নেতৃত্বে একদল ক্যাডার বাহিনীর তার উপর হামলা চালায় বলে অভিযোগ৷
মঙ্গলবার পেট্রোল দেওয়ার কথাছিল দমদমা পাম্পে৷ কিন্তু সিপিআইএম ক্যাডার বাহিনী সেখানে পেট্রোল লাইন নিয়ন্ত্রণ করছিল৷ অভিযোগ ঐ সময় সে গেলে ক্ষেপে যায় ক্যাডার বাহিনী৷
এদিন ঘটনার পর সাব্রুম শহরে বিক্ষোভ মিছিলে করেছে তৃণমূল কংগ্রেস৷ দুপুরে তৃণমূল নেতা শান্তিপ্রিয় ভৌমিক ও শংকর রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল সাব্রুম থানায় গিয়ে ডেপুটেশন দেয়৷ পাশাপাশি বিক্ষোভও দেখায়৷ ঘটনাকে কেন্দ্র করে সাব্রুমে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ অন্যদিকে ঘটনা অস্বীকার করেছে শাসক দল সিপিআইএম৷ বিষয়টি নিয়ে রাজনীতির পারদ আরো তুঙ্গে ওঠার আশঙ্কা দেখা গিয়েছে৷ যে কোন সময় দু’দলের সমর্থকদের মধ্যে ফের অঘটন ঘটে যাওয়ার আশঙ্কাও রয়েছে৷ অবশ্য পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে৷ রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়৷ ভীতসন্ত্রস্ত স্থানীয় জনগণ৷