নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ শনিবার সাত সকালে আমতলি থানা এলাকার সিদ্ধি আশ্রম এলাকায় একটি সদ্যোজাত শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ সকাল সাড়ে সাতটা নাগাদ এলাকার একটি বাড়ির পেছন দিকে মৃতদেহটি দেখতে পান সংশ্লিষ্ট বাড়ির লোকজন৷ তারা খবর দেন আমতলি থানায়৷ পুলিশ এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন৷ আশঙ্কা করা হচ্ছে, কোন কুমারী মা মৃত সন্তান প্রসবের পর সেই শিশুটিকে নির্জনতার সুযোগে ফেলে রেখে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ অবশ্য এব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷