নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আগরতলা শহর সংলগ্ণ আড়ালিয়ার ঘোষ পাড়ায় সংঘবদ্ধ হামলায় মহিলা সহ তিনজন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে এক মহিলা চিকিৎসাধীন৷ তার শিপ্রা রাণি ঘোষ৷ জানা গেছে, আড়ালিয়ার ঘোষ পাড়ার ব্যবসায়ী প্রসেনজিৎ ঘোষ শুক্রবার রাত সাড়ে এগারটা নাগাদ দোকান থেকে বাড়ি ফিরছিলেন৷ বাড়ির কাছাকাছি এলাকায় তাকে আটক করে মারধর করা হয়৷ প্রসেনজিৎ ঘোষের মা এবং কাকা তাকে বাঁচাতে এগিয়ে এলে তার মা শিপ্রা রাণি ঘোষকে পিটিয়ে রক্তাক্ত করে হামলাকারীরা৷ তার কাকাকে তুলে নিয়ে মারধর করেছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় অভিযুক্তদের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরেই এই ঘটনাটি ঘটেছে৷