BRAKING NEWS

প্রতাপগড়ে নাবালিকাকে ধর্ষণ করল পিসেমশাই

rape cartonনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আগরতলা শহর সংলগ্ণ প্রতাপগড়ে নাবালিকা ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হল৷ নাবালিকার পরিবার এই বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছে৷
রাজ্যে শ্লীলতাহানি ও নাবালিকা ধর্ষণের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরলা শহর সংলগ্ণ প্রতাপগড়ে মা-বাবার অনুপস্থিতিতে এক নাবালিকাকে ধর্ষণ করেছে তারই পিতৃসম পিসেমশাই৷ ধর্ষণকারীর নাম রঞ্জিৎ দেবনাথ৷ গত চার জুন প্রতাপগড় এলাকার নাবালিকা মেয়েটি ও তার ছোট ভাই বাড়িতে ছিল৷ মা গৃহপরিচারিকার কাজ করতে গিয়েছিলেন৷ বাবা রিক্সাচালক৷ রুটি রুজির তাগিদে বের হয়েছিলেন৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে তারই পিসেমশাই বাড়িতে আসে৷ ছোট ছেলেটিকে মুড়ি চানাচুর আনার জন্য টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দিয়ে কন্যাসম নাবালিকাকে ধর্ষণ করে৷ নাবালিকার চিৎকারে এক প্রতিবেশী মহিলা এসে ঘটনা প্রত্যক্ষ করেন৷ পরবর্তী সময়ে ধর্ষণকারীর স্ত্রী অর্থাৎ ধর্ষিতার পিসি ধর্ষিতার পরিবারকে ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ ধর্ষিতার পরিবার বিষয়টি স্থানীয় বিধায়ক রামু দাসকে জানিয়ে ন্যায় বিচারের আবেদন জানিয়েছিলেন৷ তিনিও কিছুই করেননি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত বিলম্বে হলেও ধর্ষিতার পরিবার আদালতে মামলা দায়ের করেছে৷ আদালত পুলিশকে ঘটনার তদন্তক্রমে ৩০ আগষ্টের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *