BRAKING NEWS

পেট্রোল সংকট ঃ বিমার কাগজ চাইতেই ছোট হচ্ছে লাইন, আগরতলায় বিভিন্ন পাম্পে বিক্ষিপ্ত বিক্ষোভ

LINEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ পুলিশ ও সাধারণ প্রশাসন কিছু আইনী ব্যবস্থা গ্রহণ করায় রাজধানী আগরতলা শহরের পেট্রোল পাম্পগুলিতে সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব হয়েছে৷ দ্বিচক্রযানের বিমা ও ধোঁয়া পরীক্ষার কাগজপত্র পেট্রোল পাম্পেই করার উদ্যোগ নেওয়ায় অবৈধ যান চালকরা পিছু হটতে বাধ্য হচ্ছে৷ ফলে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের জন্য লাইন কিছুটা কমছে৷ ধোঁয়া পরীক্ষা ও বিমার কাগজ যাদের নেই তারা ধোঁয়া পরীক্ষা ও বিমা করানোর জন্য দৌঁড়ঝাপ শুরু করেছেন৷
পেট্রোল সংকটের প্রেক্ষিতে শুক্রবার রাজধানী আগরতলা শহরে যে ভায়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে৷ ধোঁয়া পরীক্ষা ও বিমার কাগজপত্র পরীক্ষার জন্য প্রশাসনের অফিসার ও কর্মীদের পেট্রোল পাম্পেই বসানো হয়েছে৷ তারা মাইকযোগে এই বিষয়ে যান চালকদের অবগত করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে সিলমোহর করে দিচ্ছেন৷ সেই অনুযায়ী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সরবরাহ করা হচ্ছে৷
প্রশাসন পেট্রোল সংকট মোকাবিলায় শনিবার থেকে যে কৌশল নিয়েছে তাতে কিছুটা হলেও সাফল্য মিলেছে৷ কারণ এই ব্যবস্থা গ্রহণের ফলে শনিবার পেট্রোলের জন্য তেমন হাহাকার পরিলক্ষিত হয়নি৷ তবে, এখনও বিভিন্ন পাম্পের সামনে যান চালকদের লাইন লক্ষ্য করা গিয়েছে৷ শহরের আরএমএস চৌমুহনী সংলগ্ণ নবারুণ পেট্রোল পাম্পে এদিন সকালে কিছুটা উত্তেজনা ছিল৷ যারা আগে এই পাম্প থেকে টোকেন সরবরাহ করেছিল তাদেরকে পেট্রোল সরবরাহ করার জন্য আওয়াজ তুলেন যান চালকরা৷ তবে পুলিশ ও সাধারণ প্রশাসনের তৎপরতা সেখানে ক্ষোভ বিক্ষোভ বেশীদূর অগ্রসর হতে পারেনি৷ অন্যদিকে, গণরাজ চৌমুহনীস্থিত পাম্পেও কিছুটা উত্তেজনা ছিল৷ তবে মোটের উপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হয় পুলিশ৷ এছাড়া, মোটরস্ট্যান্ডে পেট্রোল পাম্পে এদিন প্রচন্ড ভীড় লক্ষ্য করা গিয়েছে৷ দুপুরের দিকে এই পাম্পের দ্বিচক্র যান চালকদের লাইন মোটরস্ট্যান্ড থেকে শুরু করে শনিতলা, মঠচৌমূহনী থেকে কলেজরোড হয়ে বিয়ে বাড়ি বন্ধন ছাড়িয় চিত্ররঞ্জন ক্লাব রোডে চলে যায়৷ দুপুর থেকে সন্ধ্যারাত পর্যন্ত এই লাইন বহাল ছিল৷ সন্ধ্যায় অবশ্য এই পাম্পে পেট্রোল কালোবাজারীদের হাতে বিক্রি করার অভিযোগ উঠেছে৷ পাম্পে যেখানে দীর্ঘ লাইন ধরে দ্বিচক্র যান চালকরা দাঁড়িয়ে ছিলেন তখন কিছু সিট্যুভুক্ত মোটর শ্রমিক সংগঠনের কর্মীরা ড্রাম ও বোতল নিয়ে পাম্পে যায় পেট্রোল সংগ্রহ করার জন্য৷ তখন সেখানে বিক্ষোভ আন্দোলনরত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিষয়টি প্রত্যক্ষ করে প্রতিবাদ জানায়৷ প্রতিরোধ আন্দোলনে ঘটনাস্থল থেকে কেটে পড়ে সিট্যু কর্মীরা৷ খবর পেয়ে সেখানে পৌঁছেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতারা৷ এদিকে, কল্যাণীস্থিত পাম্পের সামনে এদিন পেট্রোলের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন যান চালকরা৷ বেশ কিছু সময় সেখানে উত্তেজনা বিরাজ করে৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *