নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলসহ অন্যান্য জ্বালানী তেল ও গ্যাসের সংকটের মাঝে রাজনৈতিক দলগুলি মাইলেজ নিতে তৎপর হয়ে উঠেছে৷ একদিকে বিরোধী শিবির অন্যদিকে শাসক দল৷ একে অন্যের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে৷ রাজনীতির মাঠ তপ্ত করতে ব্যস্ত এই রাজনৈতিক দলগুলি৷ যেখানে বিরোধী দল জ্বালানী সংকটের জন্য রাজ্য সরকারকে দায়ি করছে অন্যদিকে শাসক দল অভিযোগ করছে বিরোধী দলগুলি রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা ছাড়াচ্ছে এবং মিথ্যা অভিযোগ করছে৷
গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে রাজধানী আগরতলা শহের বিক্ষোভ প্রদর্শণ করছে জ্বালানী সংকটের প্রতিবাদে৷ এমনকি মহাকরণে মন্ত্রী ও আমলাদের যানবহান আটক করে প্রতিবাদ জানিয়েছে৷ শনিবার সন্ধ্যায় তৃণমূলের একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে জ্বালানী সংকটের প্রতিবাদে৷ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যেখানে রাজ্যের যান চালকরা পেট্রোলের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তখন সিপিএম ক্যাডাররা আক্রমণ করছেন তাদের উপর৷ দলের পক্ষে দাবী করা হয়েছে অবিলম্বে পেট্রোলের উপর সরকারী নিয়ন্ত্রণের আদেশ প্রত্যাহার করতে হবে৷
এদিকে, শাসক দল সিপিএমের পক্ষ থেকে শনিবার একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রম করে৷ দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পেট্রোলের সাময়িক সংকটের মধ্যে তৃণমূল এবং বিজেপি উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করছে৷