নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ গোপন সূত্রের ভিত্তিতে কল্যানপুর থানার পুলিশের জালে ধরা পড়ল ছাবিবশ বছর পর এক খুনের আসামী৷ তার নাম বিপুল দেববর্মা(৪৮), পিতা মৃত বিমল দেববর্মা৷ পুলিশ সূত্রে খবর ১৯৯০ সালে মার হাদুক ভিলেজের ব্রজনগর গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা বিপুল ও বন্ধু দুজন মিলে বিয়ে বাড়ী নিমন্ত্রণ খেতে যায়৷ বিয়ে বাড়ীর খাওয়া দাওয়া শেষ করে মদের আসরে বসে এলাকার কয়েকজন সহ বিপুল ও তার বন্ধু৷ তখন সাধারন কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিপুল ও তার বন্ধু মদের বোতল দিয়ে এলাকার রবি চরন দেববর্মা নামে যুবকের মাথায় আঘাত করে৷ সাথে সাথে রবি চরণকে খোয়াই হাসপাতালে নিয়ে যায় তখন সময় কর্তব্যরত চিকিৎসক জখম গুরুতর হওয়ায় আগরতলা জিবিতে রেফার করে৷ জিবিতে কয়েকদিন থাকার পর মৃত্যু হয় রবি চরণের৷ রবি চরনের পরিবার বিপুল ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা করে৷ পুলিশ ১৪৮/১৪৯/৪৪৭/৩০২টি ধারায় মামলা রুজু করে এবং তার খোঁজে বের হয়৷ কিন্তু ঘটনার পরদিন থেকে গা ঢাকা দেয় বিপুল ও তার বন্ধু৷ জানা গেছে বহিঃরাজ্যে বিপুল এতদিন কাজ করত৷ গতকাল সে তার নিজের বাড়ীতে ফিরে৷ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি অজয় দেববর্মা এবং এসআই জাকির হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে এবং আজ তাকে খোয়াই আদালতে পাঠায়৷ বিপুলকে গ্রেফতার করার ফলে রবি চরনের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ এছাড়া বিপুলের বন্ধুকেও গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ৷
2016-07-31