নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷৷ ডিএম, এসডিএম এবং রাজস্বমন্ত্রীর প্রতিশ্রুতির পরও রেভিনিউ দপ্তরে চাকুরি না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন রিজিওনাল সার্ভে ট্রেনিং ইন্সটিটিউটের পাশ করা বঞ্চিত বেকাররা৷ এদিন আগরতলা টাউন হলের সামনে এই বঞ্চিত বেকাররা বিক্ষোভ প্রদর্শন করেন৷
রেভিনিউ দপ্তরের চাকুরির অফার ছাড়া নিয়ে বঞ্চিত বেকারদের বিক্ষোভের ব্যপ্তি ঘটেছে৷ শাসক দলীয় স্তরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শুরু হয়েছে অসংগঠিত বেকারদেরও বিক্ষোভ প্রদর্শন৷ শুক্রবার একই ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন রিজিওনাল সার্ভে ট্রেনিং ইন্সটিটিউটের পাশ করা বঞ্চিত বেকাররা৷ আরএসটিআই উত্তীর্ণ বেকারদের বক্তব্য হল ডিএম, এসডিএম এর প্রতিশ্রুতি মতই তারা গাটের পয়সা খরচ করে এডিনগরস্থিত রিজিওনাল সার্ভে ট্রেনিং ইন্সটিটিউট থেকে ৪ মাসের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় পাশ করেন৷ পরীক্ষায় পাশের হার রাজস্বমন্ত্রীর সাথে এই ১৩৬ জন যুবক যুবতী দেখা করলে মন্ত্রী চাকুরির ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷ সম্প্রতি এই দপ্তর তেকে ৪০২ টি অফার ছাড়া হয়৷ কিন্তু তাদের ১জনও অফার পাননি৷ এরই প্রতিবাদে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেন বলে বঞ্চিত বেকাররা জানান৷ উল্লেখ্য, রাজস্ব দপ্তরে চাকুরি না পেয়ে ক্ষুব্ধ বেকাররা মৈলাকের সিপিএম পার্টি অফিস ভাঙচুর করেন এবং তালা ঝুলিয়ে দেন৷ গত বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে৷ অপরদিকে এই ইস্যুতেই গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর চন্দ্রীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালাইরপার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কতিপয় বঞ্চিত বেকার৷ এছাড়াও রাজস্ব দপ্তরের এই ৪০২টি অফার ছাড়াকে কেন্দ্র করে বেজায় ক্ষুব্ধ শাসকদলের বিভিন্ন অঞ্চল কমিটির বঞ্চিত কর্মী সমর্থকরা৷