কলকাতা/আগরতলা, ২৮ জুলাই৷৷ মহাশ্বেতা দেবীর প্রায়ণে বিভিন্ন মহলে শোকের ছায়া৷ শোকস্তব্ধ গোটা দেশ৷ মহাশ্বেতা দেবীর প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি শোক প্রকাশ করে বলেন, কলমের ক্ষমতা কি তা দেখিয়েছেন মহাশ্বেতা দেবী, সমাজের পিছিয়ে পড় মানুষের কথা সুন্দরভাবে তুলে ধরেছিলেন মহাশ্বেতা দেবী৷ সমাজের সাম্য ও ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন৷ তাঁর মৃতুযতে গভীর শোকাহত৷ মহাশ্বেতা দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী টুযইটারে জানিয়েছেন, এখ মহান সাহিত্যিককে হারাল দেশ৷ বাংলা তাঁর মা-কে হারাল৷ আমি একজন অভিভাবককে হারালাম৷ সাহিত্যিকের মুতৃযর খবর পেয়েই দিল্লি-সফর কাটছাঁট করে কলকাতা রওনা হন মুখ্যমন্ত্রী৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সাহিত্য জগতের এক উজ্জ্বল তারকার মৃতুয হল৷ তাঁর মৃত্যুয দুঃখজনক৷ আব্দুল মান্নান বলেন, মহাশ্বেতা দেবীর মৃতুয খুবই দুঃজনক৷ শুধু সাহিত্যেই নয়, সমাজের নিম্নস্তরের মানুষদের পাশে থেকে তাঁদের জন্য লড়াই করেছেন তিনি৷ তিনি আমাদের কাছে প্রেরণা৷
সুবোধ সরকার শোক প্রকাশ করে বলেন, বাংলা সাহিত্যের মা চলে গেলেন৷ দীর্ঘদিন রোগভোগের পর, বৃহস্পতিবার বিকেল ৩১৬ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃতুযকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷ দীর্ঘদিন ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মহাশ্বেতা দেবী৷ দীর্ঘ অসুস্থতার পর বেলভিউতেই জীবনাবসান হয় তাঁর৷ বিশিষ্ট সাহিত্যিকের প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে ভিড় করেন বহু সাধারন মানুষ, সাহিত্য অনুরাগী৷ যান রাজ্যের বিভিন্ন মন্ত্রী ও বহু বিশিষ্ট ব্যক্তি৷ বৃহস্পতিবার রাতে মহাশ্বেতা দেবীর সহ রাখা থাকবে ওপসিয়ার পিস ওয়ার্ল্ডে৷ শুক্রবার সকাল ১০টায় নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে শ্মাশানে৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে মহাশ্বেতা দেবীর৷
এদিকে, ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত৷ শ্রীরায় এক শোক বার্তায় বলেন, জ্ঞানপীঠ, পদ্মবিভূষণ এবং ম্যাগসেস পুরস্কারপ্রাপ্ত মহাশ্বেতা দেবীর মৃত্যু দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি৷ রাজ্যপাল শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন৷
অন্যদিকে, মহাশ্বেতা দেবীর প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, সাহিত্য রচনার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি ভাবতেন এবং তাদের কল্যাণ সাধনে নিজেকে যুক্ত রেখেছিলেন৷ এই প্রচেষ্টা তাঁর সাহিত্যেও ছাপ ফেলেছে৷ বাংলা কথা সাহিত্যে তিনি স্মরণীয় অবদান রেখে গেছেন৷
বিশিষ্ট লেখিকা তথা ম্যাগসেসে, জ্ঞানপীঠ সহ বিভিন্ন পুরষ্কারে ভূষিতা মহাশ্বেতা দেবীর মৃত্যুতে রাজ্যের তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ এক শোক বার্তায় তিনি বলেছেন, সমাজের প্রান্তিক মানুষ বিশেষ করে আদিবাসী সমাজের মানুষের কথা যেভাবে তিনি তাঁর লেখনীতে তুলে এনেছেন তা ভোলার নয়৷ তাঁর মৃত্যু সাহিত্য এক অপূরণীয় ক্ষতি৷