নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ চন্দ্রপুর বলদাখাল রোডে এক গৃহবধূ বাপের বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে৷ গৃহবধূটির নাম প্রিয়াংকা পাল৷ স্বামীর নাম প্রদীপ পাল৷ বাড়ি কল্যাণপুর৷ খার্চি পুজো উপলক্ষ্যে প্রিয়াংকা তার বাপের বাড়িতে এসেছিল৷ বাপের বাড়ির সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল৷ তার কাকা ও কাকিমা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার রাতে তাকে গালমন্দ করেন৷ এমনকি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে রয়েছে কেন সে বিষয়েও কটূক্তি করেন৷ জানা গেছে, প্রিয়াংকাকে মারধরও করা হয়৷ তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করে তার কাকা ও কাকিমা৷ শেষ পর্যন্ত অপমানে অভিমানে প্রিয়াংকা তার বাপের বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ এব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷