বটতলায় দাগী চোরকে আটক করল পুলিশ

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ বটতলা আউট পোস্টের পুলিশ আরো এক দাগী বাইক চোরকে পাকড়াও করেছে৷ তার নাম সৈকত সিংহ রায়৷ বুধবার রাতে তাকে  আটক করা হয়৷ গত ২৩ জুন দশমীঘাট এবং বটতলা থেকে দুটি বাইক চুরির ঘটনায় সে জড়িত রয়েছে৷ এই চুরির ঘটনায় ইতিপূর্বে পুলিশ দুজনকে আটক করেছিল৷ তাদের স্বীকারোক্তির মূলেই বুধবার রাতে সৈকত সিংহ রায় নামে এই চক্রের আরো এক দাগী চোরকে পাকড়াও করেছে পুলিশ৷ তার বিরুদ্ধেও নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *